১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের সভাপতি ছলেমান আলী মোল্লা দলু ও সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার স্বাক্ষরিত স্মারকলিপিতে ১০ দফার মধ্যে রয়েছে বাজেটে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে বাজেটে কৃষিখাতে বরাদ্দকৃত সকল অর্থ ব্যয়ে নিশ্চয়তা দিতে হবে, সরকারি হিসাবে ৫০ লক্ষ একর খাস জমি ও জলা রয়েছে তা অতিশত্তর গনতান্ত্রিক ভূ-সম্পত্তি নীতিমালার অধীনে এই জমির উপর ভূমিহীন কৃষক ও মৎস্যজীবিদের অধীনে দিতে হবে, দেশের যে সকল নদী-বিল-হাওর আছে তা সংস্কার করতে হবে, সারাদেশে পূর্ণ রেশনী ব্যবস্থা চালু করতে হবে, ৬০ বছর বয়সী কৃষক ও খেত মজুরদের পেনশন স্কিম চালু, পচনশীল কৃষি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারের উদ্যোগে হিমাগার নির্মাণ করতে হবে। অন্যান্য কৃষি পণ্য বছরব্যাপী সংরক্ষণের জন্য সরকারি সংরক্ষণাগারের পরিমাণ জেলা-উপজেলায় বাড়াতে হবে ইত্যাদি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য শেখ মনিরুজ্জামান সালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, সহ সভাপতি নায়েব আলী, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, অ্যড. আরব আলী।