বিশিষ্ট কার্টুনিস্ট দৈনিক সংবাদে কর্মরত সাংবাদিক এমএ কুদ্দুস আর নেই। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। সাংবাদিক কুদ্দুসের মৃত্যুতে তার সহকর্মীসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লা জানান, সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস।
তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।
মরহুম কুদ্দুসের প্রথম জানাজার নামাজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ীতে তার মরদেহ আনা হলে রাজবাড়ী জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে দশেষ শ্রদ্ধা নিবেদন করে। বাদ মাগরিব তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।