রাজবাড়ীর পাংশা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসী ক্ষুদ্ধ কাজ বাধা দেয়। শুক্রবার এ ঘটনা ঘটে।
সরকারি প্রকল্পের আওতায় এলজিইডি পাংশা উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে এই নির্মাণকাজ। অভিযুক্ত সাব কন্ট্রাক্ট নেওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাধন ট্রেডার্স।
উপজেলার কলিমহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধানুরীয়া গ্রামে ৯৭ লাখ ৬৮৮ টাকা মূল্যের ১১শ মিটার রাস্তার কাজ করা হচ্ছে যার পঞ্চাশ শতাংশ নিম্নমানের সামগ্রী বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, সিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছেমতো রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে শুক্রবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করাতে বাধা প্রদান করে এলাকাবাসী।
স্থানীয় গৃহিনী পলি বলেন, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী বাধা দিয়েছে। এলাকাবাসী চায় ভালো কাজ হোক, আমরাও ভালো কাজ চাই।
বৃদ্ধ আতাহার বলেন, পোড়া মাটি দিয়ে কাজ করতেছে। জায়গায় জায়গায় উপর দিয়ে ভালো দিলেও নিচ দিয়ে পোড়া মাটি দিয়ে ডলে দিচ্ছে।
এলাকার আরেক যুবক বলেন, এখানে সঠিক নিয়মে বেড কাটা হয়নি। এজিংয়ে দুই নম্বর ইট দেয়া হয়েছে, অর্ধেক বালি ও অর্ধেক খোয়া দেবার কথা থাকলেও তা করা হয়নি। রাস্তার পাশের মাটি মিশিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় হাফিজ মন্ডল বলেন, খারাপভাবে রাস্তা করায় আমরা বাধা দিলে আমাদেরকে হুমকি দেয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ইদ্রিস মন্ডল বলেন, আমি সাইডে না থাকার সুযোগে ভাটা মালিক আমার অজান্তে ভুলবশত ইটের খোয়াগুলো ওখানে পাঠিয়েছে। পরে আমি জানতে পেরে ওগুলো অপসারনের নির্দেশ দিলে খোয়াগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের ইটের খোয়াগুলো সরিয়ে নিতে বলা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে।