বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় রাজবাড়ী শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিঁউর মন্দির প্রাঙ্গনে মঙ্গলবার থেকে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেছে।
রাধাগোবিন্দ জিঁউর মন্দির কমিটির উদ্যোগে এ নামযজ্ঞে খুলনার কৃষ্ণ ভক্ত সম্প্রদায় ও ভুবনমোহিনী সম্প্রদায়, গোপালগঞ্জের গোকুল কৃষ্ণ সম্প্রদায় ও মহাপ্রভু সম্প্রদায়, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায় এবং পিরোজপুরের ব্রজের মাধুরী সম্প্রদায় নামসুধা পরিবেশন করবে।
নামযজ্ঞ শেষে আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে অষ্টকালীন লীলা কীর্তন। ২৬ জুন মহাপ্রভুর ভোগরাগ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে মহানামযজ্ঞানুষ্ঠানের।
রাধাগোবিন্দ জিঁউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা জানান, এবারও প্রতিদিন ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আশা করি ভক্তবৃন্দের পদচারণায় মুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গন।