রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ডায়লগ সেশনের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ ডায়লগ সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, এমএমএস আলো প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমুখসহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাজী, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক এবং কন্যা শিশুর মায়েরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।