রাজবাড়ীতে প্রতি মন ধানের মূল্য ১৫’শ টাকা. সার, বীজ, কীটনাশক ঔষধসহ কৃষি উপকরনের দাম কমানো ও কৃষি বীমা পল্লী রেশনিং ব্যাবস্থা চালুর দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত চলা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারন সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম বাবু, সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া বক্তৃতা প্রদান করেন। বক্তারা এ সময় অবিলম্বে প্রতি মন ধানের মূল্য ১৫’শ টাকা, সার, বীজ, কীটনাশক এবং ঔষধসহ কৃষি উপকরনের দাম কমানো ও কৃষি বীমা পল্লী রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবী জানান।