জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ও রেলওয়ে শ্রমিক জোটের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ রাজবাড়ী এর সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ও রেলওয়ে শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক লিটন মাতুব্বর, প্রচার সম্পাদক জুয়েল সর্দার, জেলা জাসদের যুগ্ম সম্পাদক কুতুবউদ্দিন সিদ্দিকী, যুবজোটের সভাপতি কামরুল ইসলাম কামুন, রেলওয়ে শ্রমিক জোটের সভাপতি পরিমল অধিকারী, এবং জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুল হক।
বক্তারা বলেন, করোনা পরর্বতীতে বিশ্বে সাম্রাজ্যবাদী চক্রান্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে পরে তৃতীয় বিশ্ব উন্নয়ন দেশ গুলি বিশাল অর্থনৈতিক ঝুকি মোকাবিলা করছে। এর প্রভাবে সারা বিশ্বের শ্রমিক শ্রেনীর মতোই বাংলাদেশের শ্রমজীবী কৃষিজীবী মানুষ আজ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এরই সাথে রয়েছে চাকরী হারানো ভয়, বদলী জনিত ভয়, বাসস্থান, খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসার অনিশ্চয়তা সব কিছুই শ্রমিক শ্রেনীর জন্য চিরকালীন সমস্যা হিসাবে থেকে যাচ্ছে, যদিও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং এটা যেন বিশেষ একটা সুবিধা ভোগী শ্রেনীর জন্যই এই উন্নয়ন। তাই আজ আবারো নতুন করে শ্রমিক শ্রেনীকে সংগঠিত হওয়া সময় এসেছে বলে বক্তারা মনে করেন।