রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ায় আগুনে পোড়া নিশ্ব তিনটি পরিবারের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোয়ালন্দের এক বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ পৌর ৩ নং ওয়ার্ড নছর উদ্দিন সরদার পাড়ার বাসিন্দা মো. সিরাজুল হক। পরিবার তিনটির জন ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।
১ এপ্রিল সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ায় আগুনে পোড়া নিঃস্ব তিনটি পরিবারের বাড়িতে ঘর নির্মাণ কাজ চলছে। চৌচালা ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন সেই মানবিক ব্যবসায়ী সিরাজুল হক। পরিবার তিনটির ঘর নির্মাণ কাজ, নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন তিনি। এমসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী মো. লাল মিয়াসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।