রাজবাড়ী জেলায় কর্মরত সকল বেসরকারি উন্নয়ন সংস্থা’র (এনজিও) নির্বাহী প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা। সভায় এনজিও সমূহের পক্ষে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির তথ্য উপস্থাপন করে এনজিও ‘সেতু’র প্রতিনিধি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, কেকেএস এর নির্বাহী পরিচালক এবং জেলা এডাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জেলায় কর্মরত জাতীয় পর্যায়ের এনজিও সমূহকে ক্ষুদ্রঋণের পাশাপাশি সমাজ উন্নয়ন ও সুরক্ষামূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিওদিগকে যৌনকর্মীদের আর্থিক সেবামূলক কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ জানান।
সভায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার জেলায় কর্মরত স্থানীয় সংস্থাদিগকে ছোট ছোট উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে সঠিক রিপোর্টিং করার উপর গুরুত্বারোপ করেন। এনজিওগুলো সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে সমাজে যথেষ্ট ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।