রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বরাট ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আর্শাদ আলী সরদার, সহ-সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, নিহত সবুজের পিতা শেখ সামচুল আলম বাবু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, উড়াকান্দা এলাকা সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে দাড়িয়েছে। এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার অবৈধ কর্মকান্ড করছে এক শ্রেণির সন্ত্রাসীরা। তাদের কর্মকান্ডে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সবুজকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের আধিপত্য বজায় রাখতেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তারা।
গত রোববার দিবাগত রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে প্রবেশ করে এক দল দুর্বৃত্ত। পরে তারা জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে সবুজ সহ দুইজন গুলিবিদ্ধ হয়। এর দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সবুজের মৃত্যু হয়।