তথ্য অধিকার আইন, সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনেতথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপ পরিচালক বিলকিস আফরোজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র দে, সহকারী পরিচালক, মো. আবুল বাশার চৌধুরী, উপ পরিচালক, মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।