রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাসে বহন করা ১৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মেহেরেপুর জেলার সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে তোফাজ্জেল (৪৫) এবং ওই এলাকার দিঘীরপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. রিজন।
শনিবার ফরিদপুরে অবস্থিত র্যাব-১০ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করা হয়। পরে রাত সোয়া ২ টার দিকে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ২ জনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
ফরিদপুর র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর জানান, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।