শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। র্যালি, আলোচনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তার আগে পুষ্পমাল্য অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী, ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী। অন্যদের মাঝে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ প্রমুভ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপনের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সংযুক্ত ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।