১৫ সেপ্টেম্বর মুক্ত আনন্দ রাজবাড়ীর আয়োজনে ফরিদপুরের শিবরামপুরে নতুনের শান্তি নিবাসে লেখক ও উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি ও শরৎ ঋতু উদযাপন করা হয়।
শরতের আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টিস্নাত সন্ধায় আয়োজন হয় শরৎ সৌরভ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাগুরা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক রেজভী জামান, রাজবাড়ী একাডেমীর সভাপতি ও প্রাক্তন শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, নাট্যকার ও সংগঠক ম.নিজাম, বিশ্ব ভরা প্রাণের সভাপতি আতাউর রহমান, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক প্রিন্সিপাল আজিজুল হক, পুলিশ কর্মকর্তা তারকচন্দ্র পাল, কবি ডাক্তার সৈয়দ মজনু, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, নতুনের শান্তি নিবাসের কারিগর মাসুদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি পারভিন হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মোশাররফ হোসেন কলেজের শিক্ষক রাজ্জাকুল আলম। নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখেন শিশু সংগঠক গোবিন্দ বাগচি ও তার শিশু-কিশোর দল। রাজবাড়ী ফরিদপুরের মাঝামাঝি একটি স্থানে শরৎ ঋতু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি আয়োজনটি ছিল বেশ ব্যতিক্রম ও প্রাণবন্ত।
নতুনের শান্তি নিবাসের সহযোগিতায় মুক্ত আনন্দের এই আয়োজনে সবাই শরতের সন্ধ্যা দারুন উপভোগ করেছেন। আলোচকগণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎ ঋতুর নানা স্মৃতি বর্ণনা,আবৃত্তি ও সংগীতে মেতে উঠেছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় ছিলেন মুক্ত আনন্দ রাজবাড়ী’র প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজয় দাস তালুকদার।