রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহিদওহাবপুর ইউনিয়নে বিডব্লিউবি ২০২৫-২৬ চক্রে উপকারভোগীদের মধ্যে খাদ্যশস্য ও কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আলীপুর ইউনিয়ন পরিষদে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।
এসময় রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।