রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকাায় সাংবাদিক নজরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি।
নজরুল ইসলাম জানান, হাইওয়ে থানার সামনে মোটরসাইকেলটি রেখে একটি কাজে যান। ২০ মিনিট পর ঘুরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম হোসেন জানান, তারা মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছেন। বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। তাদের ফোর্সও কাজ করছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন।