রাজবাড়ী জেলা যুবলীগের সদস্য মো. ইলিয়াস চৌধুরী রাব্বি (৪০) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে বুধবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস চৌধুরী রাজবাড়ী শহরের লিয়াকত আলী চৌধুরীর ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল চত্বরে অবস্থান নেয়। এ সময় ইলিয়াস চৌধুরীসহ অভিযুক্তরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। হামলায় লাঠি, রড, রামদা ও বিস্ফোরক ব্যবহার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযুক্ত ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।