জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে শরিয়তপুর জেলা ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়েছে রাজবাড়ী জেলা দল। বিজয়ী দলের শরীফ, সবুজ ও নিয়ন একটি করে গোল করেন। বুধবার বিকেল ৩ টায় শরিয়তপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের তত্ত্বাবধায়নে এ খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) অঞ্চলের উদ্বোধনী খেলায় রাজবাড়ী জেলা দল বনাম শরিয়তপুর জেলা দল ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। এদিন শরিয়তপুর জেলা স্টেডিয়ামে শতশত দর্শকের উপস্থিতিতে শরিয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক খেলাটির উদ্বোধন করেন। রাজবাড়ী জেলা টিমের সাপোর্ট দিতে এসময় গোয়ালন্দ উপজেলায় নবগঠিত ফুটবল লাভার্স, গোয়ালন্দ’র একটি দল উপস্থিত ছিলেন।