র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার বিকেলে ফরিদপুর কোতোয়ালী থানা এলাকা থেকে কৃষক আমজাদ খান হত্যা মামলার আসামি সাদ্দাম মন্ডলকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার মুচিদহ গ্রামের মালেক মন্ডলের ছেলে। নিহত আমজাদ রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের বাসিন্দা ছিলেন।
র্যাব-১০ সূত্র জানায়, গত ২৩ জুলাই তারিখে আমজাদ খানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদি তানিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।