রাজবাড়ীর কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান বলেছেন, রমজানে তারাবির নাজামকে কেন্দ্র করে অনেক জায়গায় সংঘর্ষ সৃষ্টি হয়। কালুখালীতে এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া হবে না। আপনারা ইসলামী ফাউন্ডেশনের নিয়ম মোতাবেক তারাবির নামাজ আদায় করুন। কোন অবস্থাতেই আইন হাতে তুলে নিবেন না। আইনী সহায়তার জন্য পুলিশের সাহায্য নিন। মনে রাখবেন কালুখালী থানা পুলিশের সাহায্যের জন্য কোন পয়সা খরচ হয় না।
তিনি শুক্রবার কালুখালীর পাকশিয়া গ্রামের এক অজো পাড়াগাঁয়ের মসজিদে জুম্মার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন,সমাজ থেকে মাদক ও বাল্য বিবাহ রোধ করতে হবে। সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে তারা সুনাগরিক হিসেবে দেশের কাজে অংশ নিতে পারে। বক্তব্যপ্রদানকালে কালুখালী থানার ওসি(তদন্ত) আ: গনি,বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।