রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দিন ব্যাপী করোনার গণটিকা কর্মসূচি পালন করা হয়েছে। দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থায় সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত চলে এ টিকা কার্যক্রম। দ্বিতীয় মেয়াদে ‘একদিনে এক কোটি’ – এই প্রতিপাদ্যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াক্ট বাংলাদেশ সংস্থার সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সপেক্টর সাহেদা বেগমের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক মো. সাব্বির, শিহাব মাহমুদ, বেদেনা আক্তার,ফয়জুন নাহার বৃষ্টি, খাদিজা আক্তার, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্যারামেডিক নাহিদা সুলতানা, শামীমা আক্তার ভ্যাকসিন প্রদানে সহযোগিতা করেন।
পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল এর দিক নির্দেশনায় দিন ব্যাপী ১১০ জন নারী-পুরুষের মাঝে ভ্যাকসিন প্রদান করা হয়। এদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮৫ জন রয়েছে। উল্লেখ থাকে যে, গত ২৬ ফেব্রুয়ারিতে ৪৮০ জনকে ১ম ডোজ টিকা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ডোজ প্রদানের ব্যবস্থা করা হয়।
টিকা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, রাসেল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, আরিফা খাতুন প্রমুখ।