সারা বিশ্বে দিন গণনা চলছে ফুটবল বিশ্বকাপ খেলার। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের মাস। চারবছর পর হওয়া এই মেগা ইভেন্ট নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের কমতি থাকেনা। মধ্য প্রাচ্যের দেশ কাতারে ২০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০ টায় স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের মধ্যে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন দ্যা আর্থের ২২ তম সংস্করণ। আর এ আসরের আনন্দ ভাগাভাগি করতে বিশ্বকাপকে সামনে রেখে সারা দেশ জুড়ে শুরু হয়েছে পতাকা কেনার হিড়িক। প্রিয় দলের পতাকা কেনার হিড়িক পরেছে বিশ্ব দরবার সহ বাংলাদেশ জুড়ে। সেদিক দিয়ে গোয়ালন্দের বিভিন্ন এলাকা জুড়ে বিশ্বকাপের নিজ নিজ পছন্দের দলের পতাকা কিনতে দেখা যায় অনেককেই। এই প্রথম কোনো আরবদেশে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল বিশ্বকাপের আসর। আর দ্বিতীয় বারের মতো এশিয়া মহাদেশে বসতে যাচ্ছে ফুটবলের এই বিশ্ব আসর। দীর্ঘ ২০ বছর আগে এশিয়ার দেশ জাপান – কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছিলো বিশ্বকাপ ফুটবল। আর একারণেই এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও ফুটবলের জুয়াড়ে ভাসছে সারা বিভাগ, অঞ্চল, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, গ্রামসহ চরাঞ্চলের খেলাপ্রিয় মানুষ। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যার যার পছন্দের দলের জার্সিসহ মনের আনন্দে আকাশে উড়ানোর জন্য কিনছে পতাকা। তবে নিজের পছন্দের দলের পতাকাকেই প্রাধান্য দিচ্ছে সবাই আর একারণেই বিশ্বকাপে অংশ নেয়া সবদেশের পতাকার মধ্যে বেশি বিক্রি হচ্ছে ফুটবলের অনিন্দ রূপকার ফুটবলের জাদুকর লিওনেল মেশির দেশ আর্জেন্টিনার পতাকা। তারপরেই বিক্রি হচ্ছে তরুণ ফুটবলারদের প্রিয় খেলোয়াড় নেইমারের দেশ ব্রাজিলের পতাকা। দুদেশের পতাকার পাশাপাশি জার্মান, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশের পতাকাও কিনছে অনেকেই।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। সাধারণত মে – জুলাই মাসের মধ্যে আয়োজন করা হয় বিশ্বকাপ। কিন্তু সেইসময় কাতারে অস্বাভাবিক তাপমাত্রা থাকায় তা নভেম্বর-ডিসেম্বর মাসে আনা হয়। জনসংখ্যা এবং আয়তন দুইদিক থেকেই এখন পর্যন্ত কাতার সবচেয়ে ছোট আয়োজক দেশ হিসেবে রেকর্ড করতে যাচ্ছে এবার। বিশ্বকাপের আটটি মাঠের মধ্যে সবচেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন মাঠ হচ্ছে লুসাইল স্টেডিয়াম (৮০,০০০) আশি হাজার দর্শক স্টেডিয়ামটিতে একসাথে খেলা দেখতে পারবে। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শীতকে উপেক্ষা করে বাংলাদেশের অন্যতম একটি জেলা কিশোরগঞ্জ থেকে সুদূর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঢাকা-খুলনা সড়কের দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় ফেরি করে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ধুবাজুড়া গ্রামের ইব্রাহিম শেখ নামের এক মধ্যবয়সী বালককে দেখা যায় পতাকা বিক্রি করতে। কথা হয় পতাকা বিক্রেতা বালক ইব্রাহিমের সাথে। তিনি বলেন, সারাদেশেই প্রতিবছর বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে পতাকা বিক্রি করি। এবার এমাসসহ আগামী মাসের অর্ধেকটা এবং ডিসেম্বর জুড়েই চলবে বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল বিশ্বকাপ। আর এসময় প্রিয় দেশের পতাকা কেনার হিড়িক পরে যায় সারা দেশ জুড়ে। দু-চার টাকা বেশি বিক্রির আশায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় চলে এসেছি। রাজবাড়ী জেলার বেশিরভাগ মানুষ ফুটবল খেলাকে ভালোবাসে বলেই এখানে পতাকাও বিক্রি হয় বেশি এজন্যই নিজের এলাকা ছেড়ে এখানে এসেছি পতাকা বিক্রি করতে। পতাকা বিক্রি করে মোটামুটি ভালোই আয় হয়। তবে সব দেশের চাইতে আর্জেন্টিনা,ব্রাজিল,স্পেন,জার্মানী,পর্তুগাল,ফ্রান্স এসব দেশের পতাকার চাহিদা একটু বেশি তবে ইতালীর পতাকার চাহিদা ছিলো অনেক কিন্তু এবার বিশ্বকাপে ইতালী উঠতেই পারেনি। পতাকা ক্রয় করে ফেরা মো. শরীফ হোসাইন নামের দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মীর সাথে কথা হয়। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের খেলা বাকী আর মাত্র ১৩ দিন। তাই আমার প্রিয়দল আর্জেন্টিনার পতাকা কিনে নিলাম।