রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার গরীব, অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের মানবিক সংগঠন।
রবিবার বেলা ১২ টায় সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দৌলতদিয়া কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার জন্য ১টি কম্পিউটার উপহার দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ প্রিন্স, নির্বাহী পরিচালক মো. তাইজদ্দিন, সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্মকর্তা মো. আবুল আমিন প্রমুখ।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ, সহ সভাপতি সাঈদ মন্ডল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সিদ্দিক সরদার, প্রধান সমন্বয়কারী রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী খাঁ, সদস্য এস এম হোসাইন প্রমুখের হাতে কম্পিউটারটি হস্তান্তর করেন ।
সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আসিফ প্রিন্স বলেন, আমরা গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার উপহার দিলাম । তাদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলবো।
সংস্থার সভাপতি রতন শেখ বলেন, আমাদের সংগঠনের সদস্যরা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে আমরা কর্মসংস্থানের সুযোগ চাই। আমাদের উদ্যেক্তা হিসাবে গড়ে তোলা হোক। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাই।