রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল এফেয়্যারস কানাডার আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলায় ১-১ সমতা থাকায় টাইব্রেকারে পদ্মা কন্যা রাজবাড়ী ৪-৩ গোলে গোয়ালন্দ মহকুমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রীতি ফাইনাল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, প্রোগ্রাম কোর্ডিনেটর আঁখি আক্তার, এমএমএস চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান বাদশা বেপারী, বর্তমান চেয়ারম্যান আলামিন বেপারী প্রমুখ।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু বলেন, আন্তর্জাতিক শিশু দিবস পালন উপলক্ষে এমএমএস এর পক্ষ হতে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর আগে বালক দলের খেলা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় কন্যা শিশু দিবস উপলক্ষে প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।