রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় আফরা ট্রেডার্সের উদ্যোগে ১২ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দের সাবেক ক্রীড়াবীদ শহীদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস, টুর্নামেন্টের আহবায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী আসাদুল আলম সুজন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রানা প্রমুখ। উদ্বোধনী খেলায় চান্দু স্মৃতি সংসদ ১২ ওভার ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে দলীয় রান করে ১৩২। জবাবে নলডুবি ক্রিকেট একাদশ ১৩২ রানের টার্গেটে ১২ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ৮৮ রান তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের জুয়েল রানা ব্যক্তিগত ৪০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দের ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলাম মোস্তফা সোহাগ।