রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন একবার, ভোগান্তি নয় বার বার এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান- নার্গিস পারভিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃর্ধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান জামাল মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান আবুল হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান আজাদ মোল্লাসহ চার ইউনিয়নের সকল ইউ.পি সদস্য ও ইউ.পি সচিব বৃন্দ সহ প্রমুখ।
বক্তারা বলেন, জন্মনিবন্ধন নিয়ে আমাদের একটা সমস্যা হয়ে থাকে প্রতিনিয়ত এবং ওয়ারিশ সনদ নিয়েও আমরা একটা জটিলতা সমস্যায় পড়ে থাকি। রোহিঙ্গা একটি ছেলে দৌলতদিয়ায় ছিলো দীর্ঘদিন আমার কাছে এসেছে জন্মনিবন্ধন করতে কিন্তুু আমি কোন সই দেই নাই। আমার ওয়ার্ডের ইউ.পি সদস্য জন্মনিবন্ধন করতে সই দিয়েছিলো এবং পরবর্তীতে সেই বিষয়ে ঝামেলা হয়েছিলো।
দেবগ্রাম ইউনিয়নে কিছু কিছু লোকের জন্মনিবন্ধন করতে ভোগান্তি হচ্ছে এবং একটা সময় রোহিঙ্গা হিসেবে পরিনিত হয়ে যাবে।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, জন্মনিবন্ধন করতে জনপ্রতিনিধি, সচিব ও উদ্যোক্তাদের নিকট তিনি জনগনের ভোগান্তি দূরীকরণের জন্য অবহতি করেন।