ষ্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুর রাজ্জাক বিশ্বাস আর নেই। গত ১ মার্চ সকাল পৌনে সাতটায় রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তাঁর মৃত্যু হয়। প্রফেসর আব্দুর রাজ্জাক বিশ্বাস বৃহত্তর ফরিদপুর জেলার জেলার শ্রেষ্ঠ লন টেনিস খেলোয়াড় ছিলেন। জাতীয় বিভিন্ন ক্রিড়ানুষ্ঠানে খেলেছেন একাধারে। গুণী এই শিক্ষকের মৃত্যুতে কলেজের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শ্রদ্ধাভাজন এই শিক্ষকের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় বাদ যোহর শহরের ১নং বেড়াডাঙ্গা জামে মসজিদে। জানাযায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, প্রাক্তন মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ মরহুমের প্রাক্তন সহকর্মী প্রফেসর (অবঃ) কুদরত আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, স্থানীয় বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরবৃন্দসহ সামাজিক কয়েকশত মানুষ। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার নিজের শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে প্রফেসর রাজ্জাকের বিভিন্ন প্রতিভার দিকগুলো তুলে ধরেন। মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ি বরাট ইউপি’র বাজার মাঠে। সেখানে স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক ও সামাজিক সর্বস্তরের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।