স্টাফ রিপোর্টার ॥ আজ ১ মার্চ। স্বগৌরবে দিপ্তমান এবং বহুমাত্রিক গুণীজন সমৃদ্ধ আমাদের এ রাজবাড়ী জেলার আজ শুভ জন্ম দিন। ১৮৭১ সালে ফরিদপুর জেলার অন্তর্গত গোয়ালন্দ নামে যে মহকুমা সৃষ্টি হয়েছিল সেই গোয়ালন্দ মহকুমা’ই আজকের জেলা রাজবাড়ী। ১৯৮৪ সালের ১ মার্চ এক সরকারি ঘোষণায় দেশের সকল মহকুমাকে জেলা ঘোষণা করলে গোয়ালন্দ মহকুমার সদর দফতর ও রেলের শহর খ্যাত রাজবাড়ী’র নামে জেলা ঘোষণা করা হয়। সেই থেকে আমাদের এ জেলার নাম ‘রাজবাড়ী’। ভারত বর্ষের সর্ববৃহৎ নদী গঙ্গা-পদ্মা বিধৌত সুন্দর শ্যামল ও সবুজায়নের কীর্তিনাশা এক লীলাভূমি আমাদের এই পদ্মা কন্যা রাজবাড়ী। ৫টি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী জেলায় জন্ম গ্রহণ করেছেন বহু গুণী সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ। পাল শাসন থেকে শুরু করে অদ্যাবধি সুশোভিত সুফলা এ জনপদে কৃষিতে যেমন সোনার রশ্মি তেমনই বসতি মানুষের আচার আচরণ ও আভিজাত্য দেশের অনেক অঞ্চল থেকে ঈর্ষণীয়। উন্নত যোগাযোগ, নদীমাতৃকতা, অনাদিকাল থেকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যোগাযোগের মাধ্যম ভারত বর্ষের বিভিন্ন সাহিত্য ও ইতিহাসে সংশ্লিষ্টতার দখল পেয়েছে এই জনপদ। শুধু তাই নয়, বিভিন্ন রুচিশীল খাদ্য সম্ভার মুগ্ধ করেছে আগত সকল সফরকারী সওয়ারীকে। বিভিন্ন প্রাচীন ঐতিহ্য যেমন চাঁদ সওদাগরের ঢিবি, বেলগাছির মঠ, জামালপুরের জমিদার বাড়িসহ অনেক ঐতিহ্য। দুইশত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে শত শত নারী-পুরুষের রক্তের ¯্রােতে মহান মুক্তিসংগ্রামে অর্জিত স্বাধীনতায় এই জনপদের বীর সেনানীরাও রেখেছে ঐতিহাসিক স্বাক্ষর। যার প্রেক্ষাপট তৈরি করেছে ১৮ ডিসেম্বর ১৯৭১ সালে রাজবাড়ী মুক্ত হওয়ার মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিফলকগুলী তারই স্বাক্ষী বহন করছে। মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আর বিশ্ব কবির খোকাবাবুর প্রত্যাবর্তণে যে চিত্র ফুটে উঠেছে, বর্তমানের প্রসিদ্ধ ও সবুজায়নের চিত্রে ফুটে ওঠা রাজবাড়ী অনেক পার্থক্য তৈরি করেছে। শিক্ষা সংস্কৃতি ও সাহিত্যের উন্মেষ বিস্তৃত হয়েছে কয়েকশ বছর থেকে। বৃটিশের রেল স্থাপন ও বন্দরি নোঙ্গরের কৌলিণ্য উপাখ্যান আজও শিড় উঁচু করে এগিয়ে নিয়েছে এ জেলাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি এ অঞ্চলকে শান্তির পরশে আগলে রেখেছে। আড়ম্বরণে স্বপ্নবিভর নিরাপদ এক স্বর্গসম আমাদের জেলা রাজবাড়ী। আজকের শুভ দিনে দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকা এ জেলার সকল মানুষের সুখ সমৃদ্ধ ও শান্তিময় জীবন প্রতিষ্ঠিত হোক এই কামনায় ব্রত। শুভ জন্ম দিন রাজবাড়ী জেলা ॥