রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামে ১০ দিন ধরে ক্ষেতের ফসল নষ্ট করছে গ্রামের একটি সঙ্গবদ্ধ চক্র। এতে করে ৫টি পরিবারের ৩ একর জমির তিল ও পাট ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত মন্ডল জানান, ৫ মে রাত হতে কে বা কারা রাতের আধারে আমার ৬০ শতাংশ তিল ও দেড় একর পাট , নিখিল কর্মকারের ৩০ শতাংশ পাট ও ১২ শতাংশ তিল, অসীম সিং ১০ শতাংশ তিল, চৈতন্য মন্ডলের ৪০ শতাংশ তিল ও ১২ শতাংশ পাট, পরিমল মন্ডলের ২৬ শতাংশ তিল কেটে নষ্ট করেছে । শত চেষ্টা করেও রাতে পাহাড়া বসিয়ে ধরা যাচ্ছিল না। অবশেষে ৩১ মে রাত হাতে নাতে আটক করা হয় প্রতিবেশী ভরত মন্ডলের ছেলে ভবতোষ মন্ডল(৩০) কে। পরদিন থানা পুলিশে সৌপর্দ করা হয়েছে। তার ভাষ্যমতেবৃহস্পতিবার রাতে(৩০জুন) পোটরা গ্রামের রনজিত মন্ডলের ছেলে অভিজিত মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস আই রাজিবুল ইসলাম জানান, গ্রামে সামাজিক বিরোধের কারনে এহেন কর্মকান্ড চলছিল। এব্যাপারে অর্জুন মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে মামলা করে। উক্ত অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় ভবতোষ মন্ডল ও অভিজিতকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।