ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রজ্জাক বলেছেন, সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করে বিএনপি আবার ভুল করেছে। তারা নাম না দেওয়ায় কিছু যায় আসে না। বেশির ভাগ দল নাম প্রস্তাব করেছে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বিভাগের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি এর আগেও নির্বাচনে না গিয়ে সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করে ভুল করেছিল। আন্দোলন করে সরকার হটানোর ক্ষমতা আর বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুর রজ্জাক বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী প্রেসিডিয়ামের সদস্যদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটিতে নাম দিয়েছেন। আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমাদের নামগুলো তারা বিশেষভাবে বিবেচনা করবে।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিকরাও নাম দিয়েছে। তারা হয় তো আমাদের চেয়ে ভালো-যোগ্য নাম দিয়েছে। সবগুলো বিবেচনা করে সার্চ কমিটি এমন নামই দেবে যার মাঝ থেকে আমরা একটা শক্তিশালী, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন পাব।
সেই নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। যেটিকে জাতি ও সারা পৃথিবীর মানুষ অভিনন্দন জানাবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রেসিডিয়ামের সদস্য হিসেবে দলের পক্ষ থেকে বলছি- আমরা চাই আগামী নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। এটা আমরা আন্তরিকভাবে চাচ্ছি। আমাদের সংবিধানেরও ১২৬ ধারায় সুস্পষ্টভাবে লেখা রয়েছে, সিভিল, মিলিটারিসহ সবারই দায়িত্ব নির্বাচন কমিশনকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার সহযোগিতা করা।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপি বিরাট ভুল করেছে। তারা অতীতে আরও ভুল করেছে। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশগ্রহণ না করে অগ্নিসন্ত্রাসের পথে গিয়েছিল। তারা জাতির অনেক ক্ষতি করেছে। রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, পুড়িয়ে মানুষ হত্যা করেছে। অনেক তাণ্ডব করেও কোনো লাভ হয়নি তাদের।
মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।