গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীর (পূর্বপাড়া) অসহায় তরুণ তরুণীদের তিন মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা হল রুমে এ প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ও জায়কার রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজিরুল রহমান প্রমুখ।
জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জায়কার সহযোগিতায় ৩মাস ব্যাপী দৌলতদিয়া যৌনপল্লীর (পূর্বপাড়া) ২০জন ছেলে ও মেয়েদের ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়।
৩মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের মাঝে অভিজ্ঞতার সনদপত্র দেওয়া হয়।
এসময় রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান জানান, কাজ জেনে কাজ করলে মূল্যায়ন হয়। সুতরাং সকলের যে কোন কাজের অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। সাধারণত দেখা যায়, ড্রাইভিং প্রশিক্ষণ ড্রাইভারের সাথে থেকে ড্রাইভার হয়ে যায়। তারা কোন আইন-কানুন জানে না। যে কারণে সড়ক দুর্ঘটনা বেশি হয়। প্রশিক্ষন নিয়ে গাড়ী চালালে সড়ক দুর্ঘটনা কমে আসবে। তিনি আরোও বলেন, সমাজের পিছিয়ে পরা ছেলে-মেয়েদের কর্মসংস্থানের জন্য জায়কা এমন উদ্দ্যেগ আরো বেশি বেশি করা প্রয়োজন বলে মনে করেন।
প্রশিক্ষণ গ্রহণকারী বাবলী আক্তার, নয়ন, সম্রাটসহ কয়েকজন বলেন, আমরা এখন আলোর পথযাত্রী। এই প্রশিক্ষণ আমাদের স্বাভাবিক জীবন গড়তে সহযোগিতা করবে। পল্লীতে আরো বিভিন্ন বয়সী যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্যও এ ধরনের ভালো ভালো উদ্যোগ নেয়া দরকার।