রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রবিবার ভোর রাত ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার এস আই মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) ভেতরে আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষ হতে আবুল হাসেম সুজনকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ আটক করা হয়। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।