রাজবাড়ীর দৌলতদিয়ার নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাট থেকে ৪ মণ জাটকা ইলিশ মাছ সহ তিন জেলেকে আটক করেছেন। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আসাদুজ্জামানের দিক নির্দেশনায় ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকের তত্ত্বাবধায়নে এসআই লুৎফর রহমান সহ সঙ্গীয় ফোর্স ফেরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার গ্রামের সাইদ সরদারের ছেলে নয়ন সরদার (২৭), দৌলতদিয়া ইউনিয়নের শাহাজদ্দিন পাড়া গ্রামের ওহেদ মন্ডলের ছেলে ইসহাক সরদার (৫০) ও দৌলতদিয়া ইউনিয়নের মুন্সি বাজার গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে হয়রত সরদার (৭০) কে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।
গত দুই মাস যাবত গোয়ালন্দের পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত জাটকা ইলিশ মাছ নিধন চলছে। বিভিন্ন মাছের আড়ৎ ও হাট বাজারে ঝাটকা ইলিশ বিক্রয় করছেন অসাধু জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। জাটকা ইলিশ মাছ রক্ষায় নিয়মিত ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের।