রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমের সভাপতিত্বে নতুন কমিটির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের সঞ্চালনায় বালিয়াকান্দি কাঁচা বাজারের সেট ঘরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউল আজম চুন্নু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, খন্দকার মনির আজম মুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়া (আসাদ) সহ নতুন কমিটির সভাপতি ওসমান গনি (মানিক)।
বক্তরা বলেন, দীর্ঘদিন যাবৎ বালিয়াকান্দি বাজার বণিক সমিতির কমিটি না থাকার কারণে বাজারে নানা ধরনের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এ জন্য জরুরি ভাবে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় বালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।