রাজবাড়ী সদর উপজেলার এক উপসহকারী কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম মো. হাফিজুর রহমান। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। গত সোমবার ফেসবুকে এক মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে জেলায় তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে শার্ট ও প্যান্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন হাফিজুর রহমান। এক যুবক তাকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি গালাগাল করছেন। পাশ থেকে আরও এক যুবক তাকে হুমকি দিচ্ছেন, আর এক নারী বোরকা পরে পাশে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে হাফিজুর রহমানকে বলতে শোনা যায়, বিষয়টা আমি বুঝছি, সমস্যা নাই। আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। বিষয়টি যেইটুকু আছে, এইটুকুই থাক।
ভিডিওটির নিচে ক্যাপশনে লেখা ছিল, রাজবাড়ী উপসহকারী কৃষি অফিসার ও সভাপতি, ডিচ্চামি করতে গিয়ে ধরা। ঘটনা ঘটেছে গত শনিবার রাতে সূর্যনগরে।
এ বিষয়ে কথা বলতে হাফিজুর রহমানের ব্যক্তিগত ও সরকারি দুটি নম্বরে ফোন করা হলে এক নারী জানান, তিনি ফোন বাসায় রেখে বাইরে গেছেন। পরে আবার ফোন করলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।
জানা গেছে, হাফিজুর রহমানের বাড়ি গোয়ালন্দ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে কর্মরত।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। তবে ভিডিওটি আমি নিজে দেখিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।