রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার বিকেলে পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেল ৫ টার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় গোয়ালন্দগামী শাটল ট্রেনের নিচে কাটা পরে ওই ব্যক্তি নিহত হন।
এদিকে এক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বিনয় বিশ্বাস। তার বাড়ি কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের এলঙ্গি এলাকায়। তিনি টেইলার্সের ব্যবসায়ী ছিলেন। তিন দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, সদর উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশন এলাকায় শাটল ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।