রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় ইসরাত জাহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের মনিরুজ্জামান দুলালের মেয়ে।
জানা যায়, বিকেল আনুমানিক পৌনে ৪ টার দিকে সুমাইয়া ও তার ছোটবোন ইসরাত জাহান মৈশালা বাসস্টান্ড থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এসময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসরাত মারা যায়। এ ঘটনায় সুমাইয়া ও ভ্যানচালক হেলালসহ আরও দুইজন আহত হন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।