তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) আয়োজিত ৭ম আরডিএ বিতর্ক উৎসব।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব। সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সভাপতি ফারুক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী ড. মোহাম্মদ আব্দুল কাবিল খান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, নতুুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুুনকক্স।
উৎসবে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদপুুর জেলা স্কুল। স্কুল কলেজ পর্যায় ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে রাজবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় নাহিয়ান মাইরোজ নেহা। এছাড়া জুনিয়র স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ইয়াছিন উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় পাংশা পাইলট মডেল হাই স্কুল। জুনিয়র পর্যায়ে ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার। এছাড়া কুইজে দুই গ্রুপে ২৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ’। এই আয়োজনে রাজবাড়ী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২৪ টি দল ও প্রায় ৩শ জন ছাত্র-ছাত্রী সনাতনী, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।