খেয়া সাংস্কৃতিক সংস্থা ফরিদপুরের আয়োজনে লোকনাট্য উৎসব ও নাট্যজন সম্মাননা ২০২৫ এ নাট্যনন্দন রাজবাড়ীর ১ম প্রযোজনা রাখালিয়া নাটকটি মঞ্চস্থ হয়। ফরিদপুরের স্থানীয় নাট্য দলের নাট্যকর্মী, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাটকটি উপভোগ করেন।
এসময় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আজিজুল হাকিম নাটকটি দেখে ভূয়সী প্রশংসা করেন । নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম নাট্যনন্দনের শিশু-কিশোরদের সাথে পরবর্তী একটা অনুষ্ঠান করবেন বলে ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানে রাজবাড়ীর মুক্ত আনন্দ সংগঠনের পরিচালক অজয় দাস তালুকদার খেয়া নাট্যজন সম্মাননায় ভূষিত হন। দুই দিনব্যাপী লোক নাট্য উৎসবের সমাপনী হয় নাটক রাখালিয়ার মাধ্যমে।
রাখালিয়া নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন উচ্ছ্বাস কুমার ঘোষ, সহ-নির্দেশনায় প্রাপ্য প্রতীম সাহা ও সিঁথি সান্যাল। অভিনয়ে তনিমা, আশা, রক্তিম, সোহাগ, রিফাত, সাদিয়া, সোহানা, মিম, মুক্তা, যতি, আদিত্য, প্রিতম, সজল, জিম, ফাতেমা।