রাজবাড়ীর গোয়ালন্দে ৫টি গাঁজার গাছসহ মো. জামাল শেখ (৫০) নামে এক চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উজানচর ইউনিয়নের চর মাহিদাপুর গ্রামের মালেক শেখের ছেলে।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উজানচর ইউনিয়নের চর মাহিদাপুর ১ নং মজলিশপুর মৌজায় আসামী মো. জামাল শেখের কুমড়া খেতের ভিতর হইতে ৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে একজন মাদকসেবী, মাদক সেবনের উদ্দেশ্যেই সে ওই গাছগুলো রোপণ করে। পরবর্তীতে স্থানীয়ভাবে যাচাই বাছাই শেষে গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।