‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দ্বিতীয় তলার হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ নূর অতএব আহম্মদ এর সভাপতিত্ব ও ইন্সট্রাক্টর সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রাণী মজুমদার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, টিটিসি’র ইন্সট্রাক্টর মো. মামুন আক্তার, ইন্সট্রাক্টর মো. মাহবুবুল আলম, ইন্সট্রাক্টর নূর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ নূর অতএব আহম্মদ।
প্রধান অতিথি মিজ সুলতানা আক্তার বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সঠিক তথ্য জানা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেমিনার শেষে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।