বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

গোয়ালন্দে অবৈধ বের ও কারেন্ট জাল ধ্বংস

আমাদের রাজবাড়ী ডেস্ক ॥
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা কালে অবৈধ বেরি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলার পদ্মা নদীর অন্তার মোড় পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সহ পুলিশ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। অভিযানের সময় পদ্মা নদীতে দেওয়া অবৈধ বেরি কেটে ফেলা হয় এবং ১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com