রাজবাড়ী কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ স্বতস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।