রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশীল চন্দ্র দত্ত তাপস। মোট ৪৩ টি ইভেন্টের খেলার মধ্যে দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি হয়। ২য় অধিবেশন দুপুর ২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাট ডাকলা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম। উপস্থাপনা করেন আব্দুর রশিদ তুহিন ও শাহীন মোল্লা।