রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ রোববার বিকেলে উদ্ধার হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. আসিফ মুস্তাহিদ (১৪)। সে রাজবাড়ী পৌরসভা ৯ নং ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে ও শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোদার বাজার এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়।
জানা গেছে, শনিবার সাড়ে ১১ টার দিকে গোদার বাজার পদ্মা নদীতে তিন বন্ধু সহ আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাতরে চরে যায়। সেখান থেকে ফেরার পর নদীর পাড়ে এসে আসিফের খোঁজ না পেয়ে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে দুপুর পৌনে ২ টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে তাদের উদ্ধার কাজ চালায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয়নি। রোববার বিকেল চারটার দিকে তাকে ডুবুরি দল উদ্ধার করে।
ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার নেছার আলী জানান, নদীতে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরী দল তাদের উদ্ধার অভিযান চালায়। বিকাল পাঁচটা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আসিফের খোঁজ পাওয়া যায় নি। রোববার বিকেলে তাকে উদ্ধার করা হয়।