রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার রোববার শিক্ষকদের ব্যবস্থাপনায় বালিয়াকান্দি কেকেএস শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। সার্বিক সহযোগিতা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কেকেএসের প্রধান কার্যালয়ের প্রতিনিধি পথিক পাল, প্রধান শিক্ষক বাসন্তি স্যানালসহ সহকারি শিক্ষকবৃন্দ।
এই মহতি উদ্যোগের জন্য বালিয়াকান্দি কেকেএস শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং অভিভাবকবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদিবাসী এই শিশুরা শীত মৌসুমে কষ্টে দিন কাটায়। শীতবস্ত্র পেয়ে শিশুরা খুবই খুশি এবং আনন্দিত।