আওয়ামী শাসনামলে সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবিতে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিকবর হোসেন প্যারিস, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল, সাধারণ সম্পাদক মো. রুবেল মন্ডল, দপ্তর সম্পাদক মো. সুজন আলী প্রমুখ। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিন কুমার দাস, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক শিপন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জামিল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর খান রনিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। অধ্যক্ষের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রাজবাড়ী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক এ.কে. এম রফিকুল ইসলাম।