রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে একের পর এক সয়াবিন তেলের ড্রাম চুরি হচ্ছে।
গত ১৪ জানুয়ারি দিবাগত সকালে আব্দুর রাজ্জাক শেখ (৪৫) দোকানের বাইরে থাকা ৫ মণ তেল ভর্তি একটি ড্রাম চুরি হয়। যার বাজার মূল্য ৩৫ হাজার টাকা। খানখানাপুর বাজারে অবস্থিত সিসি ক্যামেরায় তেলের ড্রাম চুরি করে অটোরিকশায় তুলতে দেখা যাচ্ছে বলে আব্দুর রাজ্জাক শেখ জানান। এর আগে খানখানাপুর বাজারে অবস্থিত জিতেন ভক্ত স্টোর থেকে গত ২৬ ডিসেম্বর তারিখে দিবাগত রাতে দোকানের বাইরে থাকা ৫ মন তেল ভর্তি ড্রাম চুরি হয় বলে দোকানের মালিক জীবন কুমার ভক্ত বলেন। এছাড়াও বাজারে বিভিন্ন দোকানের বাইরে রাখা মালামাল প্রায়ই চুরি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।
খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক কাঁচামাল আড়তদার লুৎফর রহমান (লুতু) বলেন, সিসি ক্যামেরায় চোরের একজনের ছবি দেখা যাচ্ছে।
সমিতির সভাপতি মামুনুর রহমান মামুন বলেন, চুরির ঘটনা অতি দুঃখজনক। এ ব্যাপারে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।