রাজবাড়ী বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে সকল দপ্তরের প্রধান ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশানের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস প্রমুখ। এসময় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এর পূর্বে নরসিংদি জেলা প্রশাসক কার্যালয়ে আরডিসি হিসেবে দায়িত্বরত ছিলেন।