বাংলাদেশ রেলওয়ের জমি লাইসেন্স দেওয়ার নামে ভুয়া কাগজ তৈরী করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ষ্টেশন এলাকায়।
ভুক্তভোগী জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের খালেক ব্যাপারীর ছেলে মো. মকিদুল ইসলাম জানান, সম্প্রতি রেলের জায়গার লাইসেন্স করাতে আসে রেলওয়ের ইঞ্জিয়ারিং বিভাগের মোঃ কামাল হোসেন ও মোঃ আপন আবেদীন ওরফে সাইফুল ওরফে সাহিন। তারা দুজনে তার সাইকেল পার্সের দোকানে এসে রেলের জমির বাণিজ্যিক লাইসেন্স এর জন্য দাবীকৃত নগদ ৪১ হাজার টাকা গ্রহণ করে। কিছুদিন পর রেলওয়ে বিভাগের লাইসেন্সের কাগজ বুঝিয়ে দেয়। কাগজটি তার কাছে সন্দেহের হলে রাজবাড়ী রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। একপর্যায়ে তারা কাগজটি ভুয়া বলে জানান। সে বাড়ীতে ফিরে আরেকটি বড় কাজের কথা বলে ২৪ মে কামালকে জামালপুর বাজারে নিয়ে আসে। বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আটক করে। পরবর্তীতে কামাল মুচলেকা দিয়ে ১০ দিনের সময় নিয়ে ছাড় পায়।
রাজবাড়ী রেলওয়ে বিভাগের সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, এরকম কারও সাথে কেহ প্রতারণা করলে সরাসরি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।